জিহাদের কথা পোপের মুখে, উচিত শিক্ষা দিলেন বিশ্বখ্যাত সাংবাদিক মেহেদী হাসান

সাইফুল্লা লস্কর : ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নে ইসলাম বিরোধী শক্তি গুলো ‘জিহাদ’ শব্দটির সবথেকে বেশি অপপ্রয়োগ করেছে। তারা প্রচার করেছে, মুসলিম শক্তিগুলি ধর্মীয় বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে অমুসলিমদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে তাদেরকে নির্মমভাবে হত্যা করে ইসলাম প্রচারের উদ্দেশ্যে। এরই ইসলামী প্রতিশব্দ জিহাদ। জিহাদের এই চরম অপব্যাখ্যা যুগ যুগ ধরে ইসলাম সন্ত্রাসের ধর্ম এবং মুসলমানদেরকে সন্ত্রাসী সাব্যস্ত করতে সর্বাধিক ভূমিকা পালন করেছে। কিন্তু এবার সেই জিহাদের কথাই শোনা গেল খ্রিস্টান বিশ্বের সর্বোচ্চ ধর্ম গুরু পোপের মুখে। কিছুদিন আগে থেকেই তিনি বিতর্কের মধ্যে রয়েছেন এক অর্ধ উলঙ্গ মডেলের টুইটার পোস্টে লাইক দেয়ার ঘটনায়। পোপ শুধু খ্রিস্ট ধর্মীয় জিহাদের কথা বলেননি বরং তিনি সেই জিহাদে অংশ গ্রহণকারীদের প্রশংসা করেছেন এবং তাদেরকে বিশেষ প্রচারের আলো দেওয়া হয় না বলেও উল্লেখ করেছেন। তার এমন মন্তব্যের যোগ্য জবাব দিয়েছেন আল-জাজিরার বিশ্বনন্দিত সাংবাদিক এবং সঞ্চালক মেহেদী হাসান।

টুইটারে ধর্মগুরু লিখেছেন, *খ্রিস্টান ধর্ম উজ্জীবিত হয় তার শহীদদের দেওয়া রক্তে। পুরুষ এবং মহিলারা জীবন উৎসর্গ করে যিশুখ্রিস্টের জন্য। আজ তারা সংখ্যায় অনেক, যদিও তারা প্রচারের শিরোনামে আসেনা। তবে তার সেই প্রশ্নের জবাব দিয়ে মেহেদি হাসান একই কথা ইসলামের পরিভাষায় লিখেছেন। নিচে আরও লিখেছেন যদি এমন মন্তব্য কোন মুসলিম ধর্ম গুরুর করতো তাহলে কেমন প্রতিক্রিয়া হত কল্পনা করুন। তবে পোপের এই মন্তব্যে খারাপ কিছু দেখতে পাচ্ছে না পশ্চিমা বিশ্ব। জাকির নায়েকের শান্তির বাণীতে সন্ত্রাসের আহ্বান আবিষ্কার করা ভন্ড বিজেপি ঘনিষ্ঠ মুসলিম বিরোধী ভারতীয় সংবাদমাধ্যমগুলোও এ ব্যাপারে নীরব। এ থেকেই বোঝা যায় মুসলিম বিরোধী শক্তি গুলির প্রকৃত লক্ষ্য এবং তাদের দ্বিমুখী নীতি।

Latest articles

Related articles