পথ দুর্ঘটনার শিকার বিজেপি নেতা ও মন্ত্রী বাবুল সুপ্রিয়

নিউজ ডেস্ক : নতুন বছরের শুরুটা একদমই ভালো হলো না কেন্দ্রীয় মন্ত্রী, আসানসোলের সংসদ ও গায়ক বাবুল সুপ্রিয়র। আজ তিনি কলকাতা থেকে আসানসোল ফেরার পথে পথ দুর্ঘটনার শিকার হন। আজ কলকাতা থেকে বাড়ি ফেরার পথে নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। গাড়ি চলছিল ২ নম্বর জাতীয় সড়ক বরাবর। সাতগ্রামের কাছে হঠাৎ একটি বোলেরো গাড়ি তার গাড়ি বহরের মধ্যে ঢুকে পড়ে। বাবুল সুপ্রিয়র কোনো ক্ষতি না হলেও গুরুতরভাবে আহত হয়েছেন তার আত্মা সহায়ক। পুলিশ ওই বোলেরো গাড়ির চালককে গ্রেফতার করেছে। চালক সেসময় মাধ্যম অবস্থায় ছিল বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

বাবুল সুপ্রিয় বলেন, “খুব জোর এদিন বেঁচে গেলাম। নিজে গাড়ি চালাচ্ছিলাম। তাই সামনে থেকে আসা ওই গাড়িটিকে পাশ কাটিয়ে নিয়েছিলাম। পরের গাড়িতে গিয়ে ওই গাড়ি ধাক্কা মারে। জাতীয় সড়কের উপরে গাড়ির গতি আটকাতে যেভাবে গার্ড রেল রাখা হয়, তা কত বিপজ্জনক, আজ বুঝলাম। এইভাবে রাখা উচিত নয়। অন্য কোন ব্যবস্থা করা উচিত।” অন্যদিকে, আসানসোল দুগাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল ১) তথাগত পাণ্ডে বলেন, “খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। যে গাড়িটি ধাক্কা মারে সেটি ও চালককে আটক করা হয়েছে। সে মদ্যপ ছিল কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের যে গাড়িটিকে ধাক্কা মারা হয়েছে, সেটিকেও হেফাজতে নেওয়া হয়েছে।”

Latest articles

Related articles