সাইফুল্লা লস্কর : বিদায় নিলেন আরব বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ওমর সিরিজ এর নির্মাতা হাতেম আলী। বয়স হয়েছিল ৫৮ বছর। গত মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোর এক হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা।
তিনি ১৯৯২ সালে সিরিয়াল বিখ্যাত গোলান মালভূমি অঞ্চলে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ১৯৬৭ সালের ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের গোলান মালভূমির বেশিরভাগ অংশ ইসরায়েলের অবৈধ দখলে চলে যাওয়ার পর তিনি দামাস্কাসে চলে আসেন। সেখান থেকে হাজার ১৯৮৬ সালে তিনি স্নাতক ডিগ্রী লাভ করেন। চলচ্চিত্র নির্মাণ শিল্পে তাঁর প্রবেশ ১৯৯০ সালে।
কর্মজীবনের তার সবথেকে স্মরণীয় এবং প্রশংসনীয় কাজ হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তা’আলা আনহুর জীবনের উপর নির্মিত ৩০ পর্ব বিশিষ্ট ওমর সিরিজ। বিশাল বাজেটের এই সিরিজ সাড়া ফেলেছিল আরব বিশ্ব সহ সারা পৃথিবীর মুসলিম সমাজে। এছাড়াও তিনি “আল ফিলিস্তিনিয়া” নামক একটি সিরিজ নির্মাণ করেন যা ইজরায়েল গঠনের সময় কিভাবে ফিলিস্তিনের সাত লক্ষ মানুষ গৃহহীন হয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছিল তা চিত্রিত করে। এছাড়া তিনি সিরিজ নির্মাণ করেন ক্রুসেডের মহাযোদ্ধা বিজয়ী বীর সালাউদ্দিন আইউবির জীবনের উপর। তার মৃত্যুতে শোকের ছায়া আরব বিশ্বের চলচ্চিত্রাঙ্গনে।