আলিনুর মন্ডল, ফুরফুরা: বিধানসভা নির্বাচন সামনে রেখে ফুরফুরা শরীফে মিম সুপ্রিমো আসাউদ্দিন ওয়াইসি বৈঠক হতে পারে আব্বাসের সঙ্গে!
বিধানসভা নির্বাচন সামনে রেখে ফুরফুরা শরীফে মিম সুপ্রিমো আসাউদ্দিন ওয়াইসি বৈঠক হতে পারে আব্বাসের সঙ্গে!
ব্রেকিং নিউজ বিহার নির্বাচনে মিম ভালো ফল করায়। আসাউদ্দিন ওয়াইসি বাংলার নির্বাচনে অংশ নেবেন বলে জানায়।
পাশাপাশি ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী বিধানসভা ভোটে নতুন দল ঘোষণা করে প্রার্থী দেবে বলে শোনা যায়। গত ডিসেম্বরে শেষদিকে দল ঘোষণা করার কথা থাকলেও আব্বাস সিদ্দিকী দল ঘোষণা করেনি কারণ হিসেবে তিনি বলেন, দুটি সংসদীয় দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তার অপেক্ষায় কয়েকটা দিন দেরি করছি জানুয়ারির প্রথম দিকে দল ঘোষণা করব। তাহলে কি মিম সুপ্রিমো আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করবে? প্রশ্ন দানা বাঁধছে।
সূত্রের খবর, মিম সুপ্রিমো আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে বৈঠক হতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাত এর কর্ণধার আব্বাস সিদ্দিকীর সঙ্গে।