মালদাতে সড়ক দুর্ঘটনায় আহত ৫

এনবিটিভি ডেস্ক, মালদা, ৭ই জানুয়ারি: 

যাত্রীবাহী ম্যাজিক ও রান্নার গ্যাস বহনকারী গাড়ি। সংঘর্ষে আহত ৫, ঘটনাটা ঘটেছে মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত। রতুয়া বিএসএনএল টাওয়ার এর সংলগ্ন। রতুয়া সামসি রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে ঘড়িতে যখন ৪টা ২০ বাজে একটি বিকট শব্দ শুনতে পায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে দেখতে পায় ঘটে গেছে বড় দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা বলেন যে রান্নার গ্যাস সিলিন্ডারের গাড়িতে যদি আর একটু জোরে আঘাত লাগতো তাহলে সিলিন্ডার ফেটে গিয়ে বড় একটা দুর্ঘটনা ঘটে যাবার আশঙ্কা ছিল। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি পুলিশকে খবর দেন, পাওয়া মাত্র ছুটে আসেন রতুয়া থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত লোকদের উদ্ধার করে রতুয়া হাসপাতালে পাঠানো হয় এবং ঘাতক গাড়িটিকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যান। শেষ খবর পাওয়া অনুযায়ী একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিক্যাল কলেজে হসপিটালে ট্রান্সফার করা হয়েছে।

Latest articles

Related articles