নিউজ টুডে : আরব রাষ্ট্র বাহরাইনে ইহুদি রাষ্ট্র ইসরাইলের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ করাকে মেনে নিতে পারেনি সে দেশের জনগণ। শুক্রবার সারাদেশে এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে তারা। হাতে ব্যানার-ফেস্টুনধারী বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ,”দখলদার ইসরাইল তোমার কোন ঠাই নেই আমাদের দেশে। আমরা তোমাকে বহিষ্কার করব।”
গত সেপ্টেম্বর মাসে ইসরাইলের সাথে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই পদক্ষেপ গ্রহণ করে তেল আবিব। যদিও গত সেপ্টেম্বর মাসে ইসরাইলের সাথে বাহারাইন আনুষ্ঠানিক ভাবে সম্পর্ক প্রতিষ্ঠা করে, তবে কয়েক দশক আগে থেকে তেল আবিবের সঙ্গে সম্পর্ক রক্ষা করে আসছে ইসরাইল।
এদিকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোষ্টে বলা হয়েছে, ইটার ট্যাগনার নামক এক ব্যক্তিকে চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ করা হয়েছে, তিনি ইতিমধ্যেই বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আলে খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর এরপর থেকেই শুরু হয়েছে এই প্রতিবাদ বিক্ষোভ।