মালদা: বিয়ের পর থেকেই গৃহবধূর ওপর অত্যাচার। বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা না নিয়ে আসায় এবারে গৃহবধু এবং তার স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার প্রতাপপুরের মুনসি টোলা এলাকায়। এই ঘটনা আক্রান্ত গৃহবধূ তার শ্বাশুড়ি এবং তিন ননদের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম সাবনাম পারভীন এবং তার স্বামী হায়াত সেখ। তারা বর্তমানে দুইজনেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দুজনেরই মাথায় গুরুতর চোট পেয়েছে। আক্রান্ত গৃহবধূ সাবনাম পারভীনের অভিযোগ বিয়েতে যৌতুক হিসাবে ৪০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে আরও এক লক্ষ টাকা নইলে মোটর বাইক নিয়ে আসার জন্য চাপ দিত তার শাশুড়ি আয়েশা বেওয়া এবং তিন ননদ। শ্বশুর বাড়ির কথামতো সেই টাকা না নিয়ে আসায় তার ওপর এবং তার স্বামীর ওপর অত্যাচার করা হত। গত শনিবার এই নিয়ে আবারো বিবাদ বাধে। হাসুয়া এবং রড দিয়ে তাকে এবং তার স্বামীকে প্রাণে মারার চেষ্টা করে তার শাশুড়ি এবং তিন ননদ। এই ঘটনায় মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Related articles