করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হল আসানসোল জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210121-WA0033

এনবিটিভি ডেস্ক: বৃহস্পতিবার থেকে আসানসোল জেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হল। এদিন হাসপাতালের নার্স ও ডাক্তারদের টিকাকরণ করা হয়েছে বলে জানা গেছে হাসপাতাল সুত্রে। করোনা আবহে ডাক্তার ও নার্সরা প্রথম সারিতে থেকে কাজ করেছেন। এবার হাসপাতালের নার্স ও ডাক্তাররা এই টিকা পেয়ে খুশি সকলে। এদিন আসানসোল জেলা হাসপাতালের ডাক্তার সঞ্জিব চেট্টোপাধ্যায় বলেন, পর পর চারদিন এই টিকাকরণ হবে। সব মিলে ১৯০ জনের নাম রয়েছে। আমি সকালেই টিকা নিয়েছি এবং স্বাভাবিক ভাবে আমার কাজকর্ম করে যাচ্ছি। টিকা নেওয়াতে কোন ভয়ের কিছু নেই। জেলা হাসপাতালের নার্স রিতা সরকার বলেন, টিকা নিয়েছি ভাল লাগছে। বাড়ির লোকেরা পেলে আরও ভাল হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর