নিউজ ডেস্ক : ফ্লোরিডা, প্লেন থেকে স্ত্রীর হাত ধরেই নেমেছিলেন ট্রাম্প। স্বভাবতই ফটোগ্রাফারদের ফটো দেওয়ার জন্য পোজ দিয়ে দাঁড়িয়েও ছিলেন। কিন্তু এ কি! স্ত্রী মেলানিয়া ট্রাম্প এক মুহূর্তের জন্যও ট্রাম্পের পাশে দাঁড়ায়নি, প্লেন থেকে নেমে সোজা হেঁটে চলে গিয়েছিলেন গাড়ির দিকে।
মার্কিন নব প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের দিন হোয়াইট হাউসে অনুপস্থিত ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনে করা হচ্ছে এ দিন স্ত্রী মেলানিয়া ট্রাম্প কে সঙ্গে নিয়ে ফ্লোরিডা গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই দিনই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয় এই ভিডিওটি। (ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ফটো না তোলার ভিডিও)
সময়টা আদৌ ভাল যাচ্ছেনা ডোনাল্ড ট্রাম্পের।
গতবছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর মেলানিয়ার সঙ্গে তার বিচ্ছেদের সম্ভাবনার গুঞ্জনে মুখরিত হয়েছিল বিশ্ব। ধারণা করা হয়েছিল, শেষ মেয়াদটুকুও শেষ হওয়ার পরে ট্রাম্প কে ডিভোর্স দেবেন মেলানিয়া। কিন্তু ফ্লোরিডায় গিয়ে এই ভিডিওটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হওয়ার পর থেকেই আরো দৃঢ় হচ্ছে জল্পনার কুয়াশা।