নিউজ ডেস্ক : এবার মোদি সরকার বাতিল করতে চলেছে পুরাতন ১০০,১০ এবং ৫ টাকার নোট। ২০১৬ সালের সময় ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে দিয়েছিল মোদি সরকার। গতকাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বি মহেশ এ কথা জানিয়েছেন। নোটগুলো এই বছর মার্চ এবং এপ্রিলের মধ্যে বাজার থেকে তুলে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
জেলা পঞ্চায়েতের নেত্রবতী হলে জেলা লিড ব্যাংক আয়োজিত জেলা পর্যায়ের সুরক্ষা কমিটি (ডিএলএসসি) এবং জেলা পর্যায়ের মুদ্রা পরিচালন কমিটির (ডিএলএমসি) সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ১০ টাকার কয়েন এখন ব্যবসায়ীদের অনেকে এগুলি মানতে নারাজ। এই কয়েন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিতে হবে।
উল্লেখ্য রিজার্ভ ব্যাঙ্ক ২০১৯ সাল থেকে ১০০ টাকার নতুন নোট ছাপতে শুরু করে। এক আর টি এই এর জবাবে রিসার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয় ওই বছরই নোটবন্দীর পর থেকে চালু করা নতুন ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেয় ব্যাঙ্ক।