সেখ সাদ্দাম, মালদাঃ মালতিপুর বিধানসভার অন্তর্গত চাঁচল ২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে শুক্রবার বিজেপি সরকারের অনৈতিক কৃষি বিল, পেট্রোল, ডিজেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, পথযাত্রা ও মিছিল হলো মালতিপুর লাইব্রেরী মাঠে।
এদিন বিক্ষোভ মিছিলটি মালতিপুর বাস স্ট্যান্ড থেকে মালতিপুর লাইব্রেরী মাঠ পর্যন্ত পরিক্রম করে। বিক্ষোভ সমাবেশে কেন্দ্র সরকারের নানা নীতির বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়ে কেন্দ্র সরকারকে কার্যত একহাত নিলেন তৃণমূল নেতৃত্বরা। উক্ত বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ পথ যাত্রায় উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা কো-অর্ডিনেটোর আব্দুর রহিম বক্সি, হাবিবুর রহমান, চাঁচল ২নং ব্লক তৃণমূল যুব সভাপতি জয়দেব ঘোষ সহ বাবু বক্সি জেলা তৃনমূল যুব নেতা নুর আলম সহ ব্লক ও অঞ্চল তৃণমূল নেতৃত্ব।এদিন এই সমাবেশে প্রচুর মানুষের সমাগম ঘটে, পরে একটি শপথ গ্রহণের মাধ্যমে শেষ হয় সমাবেশেটি।