গোপীবল্লভপুর ২ ব্লকে শুরু হল আদিবাসী মেলা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210129-WA0020

শান্তনু পান, ঝাড়গ্রাম : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোপীবল্লভপুর ২ ব্লকে বৃহস্পতিবার থেকে শুরু হল আদিবাসী মেলা। উল্লেখ্য পশ্চিমবঙ্গ সরকারের তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য ১৫ টি জেলার ১০০ টি আদিবাসী অধ্যুষিত এলাকায় অন্যান্য ব্লকের পাশাপাশি এদিন থেকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের বাঘুয়াশোল জুনশোলা নেহেরু বিদ্যাপীঠ মাঠে শুরু হল আদিবাসী মেলা। চলবে ৩০ শে জানুয়ারি পর্যন্ত।

এদিন বিরসা মুন্ডা, সিধু-কানুর প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানান বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই আদিবাসী মেলায় পশ্চিমবঙ্গ সরকারের যেসব প্রকল্প রয়েছে যেমন জাতি শংসাপত্র, জয় জোহার, কৃষক বন্ধু, প্রাণিসম্পদ, উদ্যানপালন, তথ্যপ্রযুক্তি প্রভৃতি স্টল খোলা হয়েছে ।

এই আদিবাসী মেলার শুরুর দিন উপস্থিত ছিলেন এডিএম দিননারায়ণ ঘোষ, গোপীবল্লভপুর -২ নম্বর ব্লকের সভাপতি হিমসাগর সিং (পঃ সঃ ), সহ সভাপতি কালিপদ সুর(পঃ সঃ ), বিডিও অর্ঘ্য ঘোষ, বেলিয়াবেড়া O.C সুদীপ পালোধি, এ ডি এ মনোজ মুর্মু, জয়েন্ট বিডিও তথাগত সাহা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর