নিউজ ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই চলছে ভারতের জয়জয়কার। প্রথমত ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস বাইডেনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতীয়রা ছুটছে উদ্যম গতিতে। একের পর এক উচ্চপদে স্থান করে নিচ্ছে ভারতীয় বংশোদ্ভূতরা । তাদের মধ্যে সম্মানীয় স্থান অধিকার করেছে ভারতীয় বংশোদ্ভূত ভ্যাবা লাল।
ব্রিটেনের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরেই ভ্যাবা লাল কে নিযুক্ত করা হয় নাসার ‘চিফ-অফ-স্টাফ’ এ। এর আগে তিনি সংযুক্ত ছিলেন নাসার ‘ অ্যাক্টিং চিফ অফ স্টাফ’ এর পদে। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ক্ষমতা হস্তান্তরের সময় ও বাইডেনের সহকর্মী হিসেবে দেখা গিয়েছিল ভ্যাবা লালকে।
সূত্রের খবর, মহাকাশ বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রয়েছে ভ্যাবা লালের।
এছাড়া, ২০০৪ থেকে ২০২০ পর্যন্ত মহাকাশ প্রতিরক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।