নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। বাংলায় আট দফায় ভোট নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্য–রাজনীতি। এই প্রেক্ষাপটে ২০২১–এর বিধানসভা নির্বাচনের শুরু হল বাম–কংগ্রেসের প্রথম ব্রিগেড সমাবেশ। সঙ্গে ছিল ভাইজানের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। নিজের বক্তব্যে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘তৃণমূল–বিজেপি তরজা গান করছে। ব্রিগেডের প্রচার নষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু এই সমাবেশ ঐতিহাসিক। মানুষকে শোষণ করছে। কোনও উস্কানিতে কান দিয়ে লাভ নেই। আমরা কাজ চাই। সরকারি. আধা সরকারি জায়গায় সব পদ পূরণের দাবি করছি আমরা। বিকল্প নিয়ে যেতে হবে মানুষের কাছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। আমাদের লড়াই খেটে খাওয়া মানুষের স্বার্থে।’
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘এত বড় নির্বাচনে আমার এই প্রথম বক্তব্য রাখা। ওরা চাইছে বাংলায় তৃণমূল–বিজেপি ছাড়া আর কিছু থাকবে না। আমরা বলছি আগামীতে তৃণমূল–বিজেপি নয়, শুধু সংযুক্ত মোর্চা থাকবে।’
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক আবাবাস সিদ্দিকি তৃণমূল নেত্রীকে তোপ দেগে বলেন, ‘বাংলার স্বাধীনতা কেড়েছেন মমতা, আমরা ওকে উৎখাত করবই’।
“বাংলা সহ গোটা ভারতে বেকারত্ব বাড়ছে, যুবকরা দিশাহীন। আমাদের লুঠপাটের সরকার চাই না, জাতাপাতের সরকার চাই না। আড়াইশোর ওপর কৃষক মারা গিয়েছেন, কিন্তু তাতেও মোদী সরকারের টনক নড়েনি। ‘হ’ মানে হিন্দু, ‘ম’ মানে মুসলমান, যখন ‘হাম’ হয় তখনই ভারত তৈরি হয়।” বললেন সীতারাম ইয়েচুরি।
তবে এই প্রথম ব্রিগেডে নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকরা সায় না দেওয়ায় রবিবার ব্রিগেডে আসা হল না অসুস্থ বুদ্ধবাবুর। কিন্তু তিনি না আসতে পারলেও বার্তা দিয়েছেন কমরেডদের জন্য।