গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী

মালদা, ০৪ মার্চ: দশম শ্রেণীর এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ফলে চাঞ্চল্য ছড়ালো ইংলিশ বাজারের তেলিপুকুরের নেতাজি কলোনি এলাকায়। নিজের বাড়ির পাশে একটি গাছে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

খবর সূত্রে জানা গেছে, মৃত ছাত্রীর নাম শাবনাম খাতুন বয়েস (১৯)। সে ইংলিশ বাজারের প্রন্তপল্লি গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল শবনম। তারই দুই বান্ধবীকে আর্থিক সাহায্য করতে বাড়ির লোকের অজান্তে এক মহাজনের কাছ থেকে তিরিশ হাজার টাকা ধার নিয়ে, তাদের দিয়েছিল শবনম। কিছুদিনের মধ্যে সেই টাকা তার বান্ধবীরা ফেরত দিয়ে দেবে এমনটাই কথা হয়েছিল, কিন্তু মহাজনের তাগাদা আসায় সে টাকা বান্ধবীদের কাছে ফেরত চাইতে গেলে তারা টাকা ফেরত করতে অস্বীকার করেন। এই নিয়ে বচসা শুরু হয় তাদের মধ্যে। অন্যদিকে মহাজন টাকা না পাওয়ায় ,এসে উপস্থিত হন শবনমের বাড়িতে। চরম অপমানের স্বীকার হতে হয় শবনম ও তার পরিবারের লোকজন দের। এই অপমান সহ্য করতে না পারায় আত্মহত্যা করে শবনম, বলে দাবি জানান পরিবারের সদস্যবৃন্দ।
মৃতার দাদা শফিকুল ইসলাম জানান, “আমাদের অজান্তে শবনম তার বান্ধবীদের মহাজনের কাছ থেকে টাকা ধার করে তার দুই বান্ধবীদের দেয়। আর সেই টাকা তার বান্ধবীরা ফেরত করতে না পারায় বিপাকে পড়তে হয় আমার বোন শবনমকে। অপমানিত হতে হয় মহাজনের কাছে। তার দুই বান্ধবী আজ এমনটা না করলে হয়তো আমাদের বোনকে এরম অকালে ছেড়ে চলে যেতে হতো না। ” মৃত ছাত্রীর পরিবারে রয়েছেন তার মা ও তিন দাদা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Latest articles

Related articles