নিউজ ডেস্ক : উত্তর আমেরিকার দেশ, কানাডার গ্রেটার টরেন্টো শহর এলাকার রাস্তার ওপরে বৃহৎ বৃহৎ বিলবোর্ড দৃশ্যমান। যাতে লেখা Thank you India and PM Modi। আর এমন কিছু বিলবোর্ডের ছবি নিয়ে হইচই পড়ে গেছে ভারতের মোদি ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলোতে। সবাই এটা প্রমাণে ব্যস্ত যে করোনা ভ্যাকসিন কানাডাকে পাঠানোর জন্যই মোদিকে ধন্যবাদ জানাচ্ছে কানাডার জনগণ এবং সরকার। কিন্তু আদতে বাস্তবতাটা সম্পূর্ণ বিপরীত। বিলবোর্ড লাগানো হয়েছে কানাডার জনগণ বা সরকারের তরফ থেকে নয় কানাডার হিন্দুত্ববাদী এক সংগঠনের তরফ থেকে। কানাডার এক হিন্দুত্ববাদী সংগঠন নাম “হিন্দু ফোরাম কানাডা,” এই বিলবোর্ড গুলি লাগিয়েছে বলে জানা গেছে।
অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদন করে বিশ্বের বহু দেশে পাঠিয়েছে এখনও পর্যন্ত। কানাডা তাদের মধ্যে অন্যতম। কানাডায় ২০ লাখ করোনা ভ্যাকসিন পাঠানোর কথা।
এমনকি এই বিলবোর্ডগুলোর নিচের অংশে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে হিন্দু ফোরাম কানাডা কথাটি পরিষ্কারভাবে লেখা রয়েছে। সুতরাং অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদন করে কানাডায় পাঠিয়েছে বলে কানাডার সাধারণ জনগন মোদিকে যে ধন্যবাদ জ্ঞাপন করছে ব্যাপারটা এমন নয়। বরং অনেকে এর পিছনে কানাডায় ওই হিন্দুত্ববাদী সংগঠনটির মোদী ঘনিষ্ঠ সদস্যদের প্রকৃত উদ্দেশ্য নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। ভারতে বর্তমানে ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন এবং এর মধ্যে আসাম ছাড়া সবগুলো রাজ্যেই বিজেপি বেকায়দায় রয়েছে। তাই বিজেপিকে নির্বাচনগুলোর আগে বাড়তি খানিকটা সুবিধা করে দিতে হিন্দু ফোরাম নামক ওই সংগঠন এমন করেছে বলে মনে করছেন অনেকে। আর প্রত্যাশা মতো ভারতের মোদী ঘনিষ্ট মিডিয়া বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোরালো প্রচার শুরু করেছে।