কেউ টাকার লোভ দেখিয়ে বা হুমকি দিয়ে আপনার ভোট কেনার চেষ্টা করলে লালবাজার যোগাযোগের পরামর্শ পুলিশের

নিউজ ডেস্ক : আপনাকে কি কেউ ভোট দিতে বাধ্য করছে? হুমকি দিচ্ছে প্রাণনাশের! তাহলে আপনি শরণাপন্ন হতে পারেন লালবাজারের। ভারতবর্ষের একজন সুসম্পন্ন নাগরিক হয়ে ভোট দেওয়া আপনার অধিকার। এবং এই অধিকার কেউই টাকা দিয়ে বা প্রাণনাশক হুমকি দিয়ে কিনে নিতে পারে না। আপনি কোন দলকে নিজের স্বয়ংস্বয়ম্ভু জীবনে চলার পথে পাশে নেবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে! আপনার ভোট কেনার জন্য কোন টাকা বা হুমকিস্বরূপ চিঠি-পত্র বা পার্সেল এলে সঙ্গে সঙ্গেই জানান লালবাজার পুলিশ স্টেশন।

এলাকায় কোন ভীত-সন্ত্রস্ত বা হুমকি পাওয়া ভোটার আছে কিনা তা জানতে হবে পুলিশ আধিকারিকদের! আদেশ লালবাজার এর। পুলিশ সূত্রে খবর, লালবাজার কর্তৃক একটি নোটিশ জারি করা হয়েছে যে, এলাকায় কোন ভীত-সন্ত্রস্ত ভোটার আছে কিনা! যদি থাকে তো শীঘ্রই তাদের বিশদ তথ্য পাঠাতে হবে লালবাজারে। ইতিমধ্যেই এই নোটিশটি পশ্চিমবঙ্গের সবকটি থানা তে পৌঁছে গিয়েছে।

শুধু তাই নয় যদি কোন ব্যক্তি ভোট দেওয়ার জন্য হুমকি স্বরূপ চিঠি বা টাকা পেয়ে থাকেন তারাও আসতে পারেন লালবাজারে এবং তাদের ও তথ্য সংগ্রহ করতে হবে নিকটবর্তী পুলিশ স্টেশনের। কারা কারা ভোট দিতে সন্ত্রস্ত জানতে চায় লালবাজার।

Latest articles

Related articles