মালদায় তৃণমূল কর্মী খুন

এক তৃণমূল কর্মীর  মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদায়।  ঘটনাটি ঘটেছে মালদা মানিকচক থানা নুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধুপুর গ্রামে। স্থানীয়দের অনুমান উক্ত ব্যক্তিকে আর্থিক লেনদেনের জেরে পাওনাদাররা খুন করেছে। মৃত ব্যক্তির নাম আব্দুল বারেক(৪৫)।  মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে , গত দু’দিন ধরে পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন কে কেন্দ্র করে বচসা চলায় নিখোঁজ ছিলেন আব্দুল বারেক।  শনিবার সকালে বাড়ি থেকে কয়েকশো  মিটার দূরে আমবাগানে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।  আব্দুল বারেক নলকূপ তৈরীর কাজ করতেন।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সুকিত ও মানিকচক ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান জানান এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন আব্দুল বারেক।  কেউবা কারা আর্থিক লেনদেনের জেরে খুন করেছে।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে  আসেন মানিকচক থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Latest articles

Related articles