শুভেন্দুর ভোটাধিকার বাতিলের দাবিতে কমিশনে তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্ক : এবার শুভেন্দু অধিকারীর ভোটাধিকার বাতিলের জন্য কমিশনে দাবি জানাল তৃণমূল। বুধবার নির্বাচন কমিশনের কাছে করা এই অভিযোগে ডেরেক ও’‌ ব্রায়েন দাবি করেন দাবি করেন, শুভেন্দুর দু’‌জায়গাতেই ভোটার লিস্টে নাম রয়েছে। তিনি নন্দীগ্রামের স্থায়ী বাসিন্দাই নন। এছাড়াও তাঁর হলদিয়াতে এখনও তাঁর নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়নি। এর স্বপক্ষে ডেরেক যুক্তি দেন, এলাকার বিএলও যখন এলাকায় কাগজপত্র খতিয়ে দেখতে যান, তখন শুভেন্দু অনুপস্থিত ছিলেন। সেই প্রসঙ্গে বিএলও বিজলি গিরি রায় জানান, উনি গত ৬ মাসে শুভেন্দুকে সেখানে দেখেননি। এছাড়াও ওই ঠিকানায় তাঁর কোনও সরকারি নথি নেই। ডেরেকের আরও দাবি, জনপ্রিতিনিধিত্ব আইনের ১৯ নং ধারা অনুযায়ী কোনও ব্যক্তি শুধুমাত্র সেখানকারই ভোটার হতে পারেন যেই অঞ্চলের তিনি বাসিন্দা। 

এই কারণে নন্দীগ্রামে শুভেন্দুর ভোটাধিকার বাতিলের পক্ষে দাবি জানায় তৃণমূল। আবার জনপ্রিতিনিধিত্ব আইনের ৩১ নং ধারা অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে তারা। এই আইন অনুযায়ী দোষীর ১ বছরের কারাদণ্ড হতে পারে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবি তোলে বিজেপি। আর এবার শুভেন্দুর ভোটাধিকার বাতিলের দাবি জানিয়ে কমিশনকে চিঠি দিল ঘাসফুল শিবির।

Latest articles

Related articles