রোগীকে খুন ও আত্মীয়কে প্রহারের অভিযোগ বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তারের বিরুদ্ধে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

VideoCapture_20210317-155814

সাহাবুল সেখ, ইসলামপুর: গতকাল রাতে এক রোগীর আত্মীয়কে প্রহার ও ইচ্ছাকৃতভাবে রোগীকে খুন করার অভিযোগ উঠল বহরমপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের এক ডাক্তারের (ইর্ন্টান) বিরুদ্ধে।  মুর্শিদাবাদের ইসলামপুরের অন্তর্গত হড়হড়িয়া গ্রামের বাসিন্দা সুরাব উদ্দিন খান গতকাল রাত দশটা নাগাদ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন বহরমপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটালে।  রোগীর ভাই সাইফুল খানের বয়ান অনুযায়ী, হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভর্তি করে নেওয়া হয় রোগীকে, চালু হয় অক্সিজেনও। এরপর রাত 3:30 টে নাগাদ রোগী সুস্থ বোধ করলে রোগীর স্ত্রী তাঁর পাশে বসে গল্প করছিল।এমন সময় নাইট শিফটের রাউন্ডে এসে রোগী ও রোগীর স্ত্রীকে বসে গল্প করতে এখে মেজাজ হারিয়ে ফেলেন ইর্ন্টান ডঃ অর্কজিৎ মন্ডল।  আর সেই রাগ প্রকাশ করতেই রোগীর স্ত্রীর পিঠে সজোরে একটা থাপ্পর মেরে জিজ্ঞাসা করে রোগীর কাছে সে কি করছে।  সঙ্গে খুলে নেয় রোগির মুখের অক্সিজেন মাস্ক-ও।  রোগীর স্ত্রী বাধা দিতে গেলে ডাক্তার বলেন,তিনি ডাক্তার,তিনি সবই জানেন।  মাস্ক খুলে নেওয়ার দশ মিনিটের মধ্যেই মৃত্যু হয় সুরাব উদ্দিন খানের।  গোটা ঘটনা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায়। রোগীর পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।  পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে বলেই জানা গিয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর