কালিয়াচক কলেজের এনসিসি ক্যাডেট অন্য দিকে হেল্প ফর ইউ ফাউন্ডেশন এর সদস্য কল্যাণ কুমার রবিদাস। তাঁর বাড়ি কালিয়াচক থানার উল্টো দিকে। কিছুদিন আগে তিনি রাজ্যপালের হাত থেকে মেডেলে সম্মানিত হয়েছেন। কদিন ধরেই মালদায় এনসিসির বিশেষ ক্যাম্প চলছিল। সেই ক্যাম্প থেকেই কল্যাণ কুমার রবিদাস রাত্রিবেলায় ছুটে যাই এক মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজনে। রক্তদানের জন্য তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই 11 বেঙ্গল ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার আবরার আহমেদ।এছাড়াও কালিয়াচক কলেজের প্রিন্সিপাল ড: নাজিবুর রহমন জানান, মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক এ রক্তের অভাবে অনেক রোগী মুমূর্ষ অবস্থায় বিপদগ্রস্ত হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবক দল রক্তদান করে মানুষের জীবন রক্ষার কাজে এগিয়ে আসে। এই সেবামূলক কাজে কলেজের ছাত্র-ছাত্রী বা যুবক-যুবতী এবং উপযুক্ত ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। কল্যাণ কুমার রবিদাস সমাজের জন্য অন্যতম নজির।
Popular Categories