নিউজ ডেস্ক : আসামের প্রথম দফা ভোটের প্রচার পর্ব শেষ। এবার আগামী শনিবার থেকে শুরু প্রথম দফার ভোট পর্ব। ১২৬ আসনের মধ্যে ৪৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। তবে ইভিএম যুদ্ধ শুরুর আগে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু করলেন আসামের অর্থমন্ত্রী হেমন্ত শর্মা এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। মুখ্যমন্ত্রী বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতাদের সঙ্গে লবি করে আবার মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি। উল্লেখ্য আসাম বিজেপিটে কট্টর হিন্দুত্ববাদী নেতা হেমন্ত শর্মার প্রভাব প্রবল। এমনকি অনেকে মনে করেন অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তুলনায় তার ভূমিকা বেশি থাকে, হিন্দুত্ববাদী উগ্রবাদীদের সমর্থন পুষ্ট হওয়ার কারণে। ইতিমধ্যেই তিনি মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে আসামে আবার হিন্দুত্ববাদী ভোট একত্রিত করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। তবে ভোট শুরুর ঠিক আগে দলের উচ্চ পর্যায়ের নেতাদের মাঝে এই অভ্যন্তরীণ কোন্দল বিজেপির রাজনৈতিক স্বার্থে আঘাত করতে পারে বলে মনে করছেন অনেকে।
“প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যদি লবি করে মনে করেন, তিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, তা হলে তিনি ভুল ভাবছেন। কারণ, বিজেপি কোনও লবিতে বিশ্বাস করে না। ভোটে জিতলে অসমের মুখ্যমন্ত্রী ঠিক করবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় কমিটি।” হিমন্তের এই মন্তব্যে তৈরি হয়েছে জল্পনা। কারণ, পশ্চিমবঙ্গের মতোই অসমে ভোটে জিতলে কাকে মুখ্যমন্ত্রী করা হবে, তা এখনও স্পষ্ট করেনি বিজেপি। তাই রাজনৈতিক মহলের দাবি, নাম না করলেও ঠারেঠোরে হিমন্তের নিশানায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল (Sarbananda Sonowal), তা কার্যত স্পষ্ট।