শান্ত হওয়া ভাল, কিন্তু কেউ দুষ্টুমি করে তাঁকে থাপ্প্ড় দেওয়া ভাল-কোচবিহারের জনসভায় মমতা

মঙ্গলবারই কোচবিহারে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে কী কী উন্নয়ন করেছে তাঁর সরকার সভা থেকে তুলে ধরেন মমতা। এই সভা থেকেই বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

• শান্ত হওয়া ভাল, কিন্তু কেউ দুষ্টুমি করে তাঁকে থাপ্প্ড় দেওয়া ভাল।

• মেয়েরা যাতে ভোট দিতে না পারে গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনী এসে দাঁড়িয়েছে।

• আরামবাগে এত অত্যাচার করেছে, সুজাতা মণ্ডলকে বাঁশ দিয়ে পিটিয়েছে।

• তিন দফায় ৯০-এর বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। জেনে রাখবেন তাতে আমরা কিন্তু জিতছি।

• খুনি হয়ে গেছেন এখন ধনী।

• আপনাদের এখানে বিনয় বর্মণের বিরুদ্ধে যিনি দাঁঁড়িয়েছেন, তিনি খুনের অভিযোগে জেলে ছিলেন।

• পদাতিক থেকে শুরু করে উত্তরবঙ্গ এক্সপ্রেস আমার করে দেওয়া। শতাব্দী, কামাখ্যা এক্সপ্রেস আমার করে দেওয়া।

• বাংলাদেশের সঙ্গে কথা বলে ছিটমহল করেছি।

• এরা এত মিথ্যা কথা বলে।

• আমি কিন্তু নারায়ণী ব্যাটেলিয়ন করে দিয়েছি কোচবিহারে।

• রাজবংশীদের ধোঁকা দিয়েছে।

• নারায়ণী ব্যাটেলিয়ন করে দেব বলেছেন প্রধানমন্ত্রী, কিন্তু করেছে কি?

Latest articles

Related articles