বয়স ১১৮!‌ এই বয়সে টিকা নিতে গিয়ে একটুও ঘাবড়াননি তুলসাবাঈ

 বয়স ১১৮!‌ এই বয়সে টিকা নিতে গিয়ে একটুও ঘাবড়াননি তুলসাবাঈ। স্বাস্থ্য দপ্তরের ঘর থেকে টিকা নিয়ে সোজা বাড়ি চলে এসেছেন। টিকাকরণের পর এখনও অবধি কোনও উপসর্গ দেখা দেয়নি তাঁর শরীরে।
রবিবার মধ্যপ্রদেশের সাগর জেলার খিমলাসা অঞ্চলের এক সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কোভিড টিকা নেন তুলসাবাঈ। তিনিই সম্ভবত এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রবীণ নাগরিক হিসেবে টিকা নিলেন। এমনকি টিকা নিয়ে বেরোনোর সময় ভিকট্রি সাইন দেখিয়ে প্রবীণ মহিলা বলেন, ‘‌টিকা নিয়ে বেশ ভালই লাগছে। আপনারাও দ্রুত টিকা নিন। কোনও সমস্যা নেই।’‌ সাগর জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর দীপক সিং জানান, ‘‌ওই বৃদ্ধাকে সদ্য টিকা দেওয়া হয়েছে। কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর এখনও পাওয়া যায়নি।’‌
আধার কার্ড অনুযায়ী তুলসাবাঈয়ের জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি। সাগর জেলার সর্দারপুর এলাকার বাসিন্দা তিনি।

Latest articles

Related articles