কিছুদিন আগেই নির্বাচনী জনসভা থেকে নাম না করে আব্বাস সিদ্দিকীকে চ্যাংড়া ছেলে, সুবিধাবাদী ছেলে, বদ ছেলে বলে আক্রমন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার পাল্টা জবাব দিতে বেশি দেরী করেনি আব্বাস সিদ্দিকী। এদিন সেই কথা মনে করিয়ে আব্বাস তৃণমূল নেত্রীকে আক্রমন করে জানিয়েছেন, ‘ উনি আমাকে চ্যাংড়া ছেলে বলেছেন। বদ ছেলে বলেছেন, আমি কাউকে ব্যক্তি আক্রমণে বিশ্বাস করিনা। নইলে এখানে অনেকে অনেক কিছু করে বলতেই পারতাম। উনি বলছেন আমি সংখ্যালঘু ভোট ভাগ করতে নেমেছি। উনি বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মিলে জোটে ছিলেন। উনি মিথ্যাবাদী, ধাপ্পাবাজ।’
বৃহস্পতিবার ভোজেরহাটে জনসভা করে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকি আরও বলেন, ‘এনআরসি, এনপিআর-এর সময় যে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল ভাঙড় থেকে তাকেই প্রার্থী করেছে আইএসএফ।’ ভাঙড় থেকে সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী হয়েছেন আব্বাসের ভাই নওশাদ সিদ্দিকী। এদিন আব্বাস আরও জানিয়েছেন, ‘দিদি বলেন উনি বাংলায় এনআরসি করতে দেননি। আপনারা চিটিংবাজকে চিনতে পারছেন? ২০০৫ সালে পশ্চিমবঙ্গে এনআরসি করার জন্য লোকসভার স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল। ধোঁকাবাজকে চিনতে পারছেন?’