বাদশা সেখ, এন বি টিভি হুগলী: গতকাল হুগলি চন্ডীতলার ভগবতীপুরে ভোটের পর থেকেই বিজেপি ও তৃণমূলের মধ্যে গোলমাল তৈরি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল ১০ নাগাদ ভগবতীর বাজারে বিজেপি কর্মীদের তৃণমূল কর্মীরা মারধর করে। তারপর সেই খবর পেয়ে বিজেপির লোকেরা জড়ো হয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য নিশিত মালিকের বাড়িতে গিয়ে তাণ্ডব চালায়। ইট পাটকেল মারে, বাড়িতে ঢুকে মহিলাদে উপর অত্যাচার করে। ঘটনাস্থলে তৃণমূলের ৬ থেকে ৭ জন কর্মী আহত হয়। বিজেপির ৩ জন আহত হয় বলে পুলিশ সূত্রে খবর। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভগবতীপুর বাজার পুরো স্তব্ধ হয়ে যায়। এই মুহূর্তে ভগবতীপুর বাজার সহ এলাকার বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। পুরো ঘটনাটি একে অপরকে দায়ী করেছে।
Related articles