মারকাজ ঘরের মধ্যে কিন্তু মহাকুম্ভ খোলা জায়গায়,তাই সংক্রমণ হবে না, কুম্ভমেলা নিয়ে অদ্ভুত সাফাই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক : উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এবং সন্ন্যাসীর আগমন হলেও, করোনা বিধিনিষেধের কোন কিছু না মানার পরও এবং সেখানে গত দুই দিনে ১০০২ জনের সংক্রমনের পরও সেখানে করোনা সংক্রমণ হবে না বলছেন মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত। এত সংক্রমনের পরেও সেখানে তবলীগ মার্কাজ এর মত সংক্রমণ হবে না কারণ এটি তবলীগ মার্কাজ এর মত বদ্ধ ঘরে হচ্ছে না বরং উন্মুক্ত জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ধাঁচে দেওয়া এই যুক্তি এখানে শেষ নয়, তিনি আরো বলেন, এখানে মা গঙ্গার আশীর্বাদ আছে তাই এখানে আগত পুণ্যার্থীদের মা গঙ্গা রক্ষা করবেন। ফলে তাদের করোনা সংক্রমনের কোন ভয় নেই।

দেশে যখন নিত্যদিন নতুন করোনা সংক্রমনের সংখ্যা প্রায় ১ লাখ ৮৪ হাজার ঠিক সেইসময় উত্তরাখণ্ডের হরিদ্বারে চলছে লক্ষ লক্ষ সন্নাসী এবং অন্যদের আগমনে মহাকুম্ভ মেলা। দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে এই মেলা বন্ধ করার জোর আওয়াজ উঠলেও তবলীগ মার্কাজ এর বিরুদ্ধে খড়গ হস্ত বিজেপি সরকার এবং তার স্বাস্থ্যমন্ত্র সম্পূর্ণ নীরব। নীরব দর্শকের ভূমিকা পালন করছে দালাল মিডিয়ার সাংবাদিক এবং সঞ্চালক গুলোও। ফাঁকা মাঠে মহাকুম্ভ মেলা নিয়ে কোনরকমে সাফাই দিতে দেখা গেল উত্তরাখণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত কে।

তবলীগ মার্কাজ এ কয়েক শ করোনা সংক্রমণ ধরা পড়ায় তার বিরুদ্ধে যে পরিমাণ অপপ্রচার চালিয়েছিল বিজেপি এবং তাদের দালাল মিডিয়া, তার বিপরীতে এখন মহাকুম্ভে অসংখ্য সংক্রমন হলেও কেন এই নিরবতা প্রশ্ন উঠছে সব মহল থেকে। হরিদ্বারের পুণ্যস্নান করতে আসা সন্নাসী এবং সাধারন পুণ্যার্থীদের মধ্যে ১০০২ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে শুধু গত দুই দিনে। যদিও নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরে জানা গেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার সেখানে ব্যাপক করোনা সংক্রমণ এর বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য খুব কম সংখ্যক পুণ্যার্থী এবং সন্ন্যাসীর করোনা পরীক্ষা করেছে।

Latest articles

Related articles