নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী টেক জায়ান্ট গুলোর খারাপ সময় অব্যাহত। কখনো মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তে ধাক্কা খায় ফেসবুক, গুগল তো কখনো টুইটারের বিরুদ্ধে ক্ষেপে ওঠে ভারতের মোদী সরকার। এবার আবার বিপাকে গুগল। মার্কিন টেক জায়ান্ট গুগলকে বড় অংকের জরিমানা করেছে তুরস্ক। সার্চ ইঞ্জিন পরিষেবায় ক্ষমতার অপব্যবহারের দায়ে বুধবার প্রতিষ্ঠানটিকে ৩৬.৬ মিলিয়ন ডলার জরিমানা করে দেশটির কমপিটিশন বোর্ড।
টার্কিশ কমপিটিশন বোর্ড জানিয়েছে, গ্রাহকদের অর্থের বিনিময়ে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গুগল বাড়তি সুবিধা দেয়ার ফলে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানগুলো। সার্চ ইঞ্জিন পরিষেবায় এমন অসমতা তৈরির দায়ে গুগলকে এ জরিমানা করা হয়েছে।
জরিমানার পাশাপাশি গুগলকে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে বিপাকে না ফেলার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে এটি নিশ্চিত করতে হবে। এ ছাড়া পাঁচ বছর ধরে কর্তৃপক্ষের কাছে বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।
এক বিবৃতিতে তুর্কি কর্তৃপক্ষের সিদ্ধান্ত মূল্যায়নের অনুরোধ জানিয়েছে গুগল। বিষয়টি নিয়ে গঠনমূলক প্রক্রিয়ায় আঙ্কারার সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।