নিউজ ডেস্ক : আদালত অবমাননার দায়ে এবার এক চমকপ্রদক শাস্তির ব্যবস্থা করল তেলেঙ্গানা হাইকোর্ট। অন্ধপ্রদেশের ডেপুটি এক্সাইজ কমিশনার সৈয়দ ইয়াসিন কুরেশী তেলেঙ্গানার এক্সাইজ বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক। তিনি কোর্টের নির্দেশ মেনে সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ায় তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে শাস্তি ঘোষণা করে কোর্ট। কিন্তু তেলেঙ্গানার অতিরিক্ত এডভোকেট জেনারেল রামচন্দ্র রাও সৈয়দ ইয়াসিন কুরেশীর পক্ষ থেকে আদালতকে জানান, তার বিরুদ্ধে ইতিপূর্বে কোন আদালত অবমাননার অভিযোগ নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে তার উপর আদালত কর্তৃক স্থিরকৃত শাস্তি থেকে বাঁচার জন্য একটি মসজিদে অন্তত ২০ জনকে এক সপ্তাহের জন্য ইফতার পরিবেশনের নির্দেশ দেয় আদালত।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায় তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশ অনুসারে বেশ কিছু গুড়ের লরি তিনি সঠিক মুক্তি দেননি। সে জন্য তার ওপর আদালত অবমাননার দায়ে শাস্তি ঘোষণা করে আদালত। তবে এই শাস্তি থেকে বাঁচতে আদালতের ইফতার পরিবেশনের নির্দেশ এখন ব্যাপক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।