করোনায় মৃত্যু হল খড়দার তৃণমূল প্রার্থীর, চিন্তায় ঘাসফুল শিবির

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210425_115305

নিউজ ডেস্ক : করোনা বার বার থাবা বসাচ্ছে বঙ্গের রাজনৈতিক অঙ্গনে। ফলে নির্বাচন চলাকালীন রাজ্যে রাজনৈতিক গতিপ্রকৃতি ব্যাহত হচ্ছে প্রবল ভাবে। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়দার তৃণমূল প্রার্থীর। খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ষষ্ঠ দফার ভোট গ্রহণের দিন। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু কাজল সিনহার। তিন দিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু হল তাঁর।

এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছিল। ফলে ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। সেই দুই আসনে পুনর্নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে কমিশনের তরফ থেকে।

কাজল সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাজল সিনহা আমাদের দলের একনিষ্ট কর্মী ছিলেন, জনগণের জন্য অনেক সংগ্রাম করেছেন। তার পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর