নিউজ ডেস্ক : আজ পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কোচবিহারের স্পর্শকাতর আসন শীতলকুচিতে। কিন্তু আজ শীতলকুচির ১২৬ নম্বর বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপি প্রার্থী বরেন্দ্র চন্দ্র বর্মন বিজেপির পতাকা লাগানো গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিলেন আজ সকালে। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায়। বিষয়টিতে ইচ্ছা করে বিজেপি প্রার্থীর আইন লঙ্ঘনকে প্রশ্রয় দেয়ার জন্য আইসি কে কড়া ধমক দেন তিনি। তিনি কর্তব্যরত আইসির বিরুদ্ধে বিজেপির হয়ে দালালী করার অভিযোগ করেন। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, এত বাহাদুরি দেখায় আর আজকে কি করছেন যখন বিজেপি প্রার্থী বুথের মধ্যে গেরুয়া পতাকা লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন? এর সঙ্গে নির্বাচন কমিশনকে ও বিজেপির দালাল বলে তোপ দাগেন।
বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানাবেন এবং রাজ্যে তৃণমূল কংগ্রেসের হাই কমান্ডকে জানাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী এই ঘটনার পর বলেন, আমরা ১০০ মিটারের মধ্যে যাইনি। ১০০ মিটারের বাইরে ছিলাম।
উল্লেখ্য শীতলকুচিতে এর আগে ভোটগ্রহণ চলার সময় লাইনে দাঁড়ানো ৪ মুসলিম ভোটারকে গুলি করে হত্যা করে কেন্দ্রীয় বাহিনী। ফলে তখন ভোটগ্রহন স্থগিত করে দেয় কমিশন। ঘটনার ভিডিও সামনে আসায় বোঝা যায় কোনো গুন্ডা বাহিনী নয়, লাইনে দাঁড়ানো ভোটারদের উদ্দেশ্যেই গুলি চালায় বাহিনী যা কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের দাবির বিপরীত। বিষয়টি ধামা চাপা দিতে এলাকায় তিন দিন পর্যন্ত কোনো রাজনেতাকে প্রবেশ করতে দেয়নি কমিশন, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আজ আবার সেখানে চলছে ভোটগ্রহণ। রাজ্য সরকার এবং হাইকোর্ট ইতিমধ্যে ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে।