ফের উত্তপ্ত শীতল কুচি, সংঘর্ষে মৃত্যু এক বিজেপি সমর্থকের

নিউজ ডেস্ক : ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত হয়ে উঠলো কোচবিহারের শীতলকুচি। রাজনৈতিক সংঘর্ষে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক জনের। তাকে বিজেপি কর্মী বলে দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে।

 

সোমবার ওই সংঘর্ষ বেধে যায় শীতলকুচি বিধানসভার বুড়াপঞ্চার হাট এলাকায়।  সংঘর্ষে গুলিবিদ্ধ হন মানিক মৈত্র নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দিনহাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই তাঁর মৃত্যু হয়। মৃতের কাকা জানিয়েছেন, এলাকায় বেশ কিছু বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে। এখনও সংঘর্ষ চলছে বিভিন্ন জায়গায়। এমন এক সংঘর্ষ দেখতে গিয়েই গুলিবিদ্ধ হয় মানিক। ভিড়ের মধ্যে থেকে কে গুলি করেছে সেটা এখনো পরিষ্কার নয়।

উল্লেখ্য শীতল কুচিতে ভোট গ্রহনের সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু ভোট দিতে যাওয়া হয় ৪ জন সাধারন মুসলিমের। সেখানে গতকাল বিজেপি প্রার্থী জয়লাভ করেছে।

Latest articles

Related articles