নয়াদিল্লি: করোনার জেরে চলতি বছরের জন্য স্থগিত আইপিএল। সংবাদসংস্থা এএনআই-কে জানালেন রাজীব শুক্ল। সংক্রমিত সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা। সংক্রমিত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রও। এর আগে সংক্রমিত হয়েছিলেন নাইট রায়ডার্সের সন্দীপ ও চক্রবর্তী। আক্রান্ত হয়েছিলেন বালাজি থেকে চেন্নাইয়ের বেশ কিছুজন স্টাফ।
আইপিএল শুরুর দিকে আক্রান্ত হন দিল্লির অক্ষর পাটেল। যদিও করোনা জয় ফেরেন তিনি।