বিজেপির যোদ্ধা হিসাবে আমার লড়াই চলবে, তৃণমূলে ফেরার জল্পনায় জল ঢাললেন মুকুল

কলকাতা: বিজেপির যোদ্ধা হিসাবে বাংলার গণতন্ত্র পুনরুদ্ধারে আমার লড়াই চলবে, আমাকে ঘিরে যাবতীয় জল্পনা বন্ধ হোক, আমি আমার রাজনৈতিক পথে অনড় আছি, ট্যুইট করে জানালেন মুকুল রায়কলকাতা: বিজেপির যোদ্ধা হিসাবে বাংলার গণতন্ত্র পুনরুদ্ধারে আমার লড়াই চলবে, আমাকে ঘিরে যাবতীয় জল্পনা বন্ধ হোক, আমি আমার রাজনৈতিক পথে অনড় আছি, ট্যুইট করে জানালেন মুকুল রায়|

 

গতকাল বিধানসভায় শপথের পর বলেন,’ আজ একটি কথাও বলবোনা, যেদিন বলার সেদিন সবাইকে ডেকে বলব।” এই বক্তব্যের পরই অনেকে আশঙ্কা করেন পুরনো তৃনমূল হয়তো ফিরবেন মুকুল৷ তবে আজ এই ট্যুইটের পর কার্যত সব জল্পনার জল ঢাললেন তিনি।

Latest articles

Related articles