নিউজ ডেস্ক : লক ডাউন বিধি ভঙ্গ করায় এবার ৩ বিজেপি বিধায়ককে গ্রেফতার করল পুলিশ। রাজ্যে আজ সকাল থেকে শুরু হওয়া ২ সপ্তাহ ব্যাপী লক ডাউন উপেক্ষা করে আজ শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভে বসেন ৩ বিজেপি বিধায়ক। সেই কারণে শংকর ঘোষ, আনন্দময় বর্মন এবং শিখা চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ।
যদিও বিজেপির তরফে দ্দাবি, লকডাউন বিধি মেনেই এই অবস্থান। এবং সেই সময় কোনও জমায়েত ছিল না সফদার হাসমি চকে। যদিও এই প্রতিবাদকে তিরস্কারের সুরে বিঁধেছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা গৌতম দেবের অভিযোগ, ‘লকডাউনের মধ্যেও অবস্থান বিক্ষোভ করে স্থানীয় মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি।‘ এটাই বিজেপির আসল চেহারা। সংক্রমণ প্রতিহত করার চেয়ে রাজনীতি করায় বেশি স্বচ্ছন্দ। এমন কটাক্ষও করেছেন গৌতম দেব।
এদিকে, করোনা মোকাবিলায় একাধিক বিধিনিষেধ আরোপ নবান্নের। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। লক ডাউন বিধি ভঙ্গ করলে যে কারোর বিরুদ্ধে মহামারী মোকাবিলা আইন এবং IPC ধারায় পুলিশ ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।