Tuesday, April 22, 2025
35 C
Kolkata

আফগানিস্তানের আরো এক জেলা দখলে নিল তালিবান, দেশটির ৭৫% এর বেশি ভূখণ্ড এখন তাদের দখলে

নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশের ময়দান্দাবাদ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলাকে নিজেদের দখলে নিয়েছে তালেবান গোষ্ঠী। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি জেলা তালেবানদের হাতে গেল বলে বিবিসি জানিয়েছে।

 

 

প্রাদেশিক কাউন্সিলর সদস্য শরিফুল্লাহ হোতাক আনাদোলু এজেন্সিকে জানান, পাঁচ দিনের অবরোধের পরে শুক্রবার সকাল ৯ টার দিকে তালেবানরা জলরেজ জেলা দখল করে। বর্তমানে দেশটির ৭৫ শতাংশের বেশি ভূখণ্ড তালিবানের দখলে বলে দাবি করেছে সশস্ত্র সংগঠনটি। যদিও পশ্চিমাদের প্রিয় আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ ঘানির সরকারের দাবি দেশটির ৪০ শতাংশ সম্পূর্ণরূপে তাদের দখলে এবং বাকি অংশে ১০ শতাংশে তাদের সীমিত প্রভাব আছে।

 

 

জানা গিয়েছে জেলা পুলিশ প্রধান ৩৫’ টি সুরক্ষা বাহিনীসহ তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছেন এবং জেলা প্রশাসনিক প্রাঙ্গণ পুরোপুরি তালেবানের হাতে সোর্পদ করে দেন।

এ ব্যাপারে কৃতিত্বের দাবি করে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, এই দলটি জেলা বাহিনী এবং পুলিশ বাহিনীকে পরাস্ত করে সাহসিকতার সাথে সরকারি সদর দফতরসহ জেলাটি দখল করেছে।

তবে জলরেজের পতনকে স্বীকার না করেই দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে যে রাজধানী কাবুল থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) এরও কম দূরে অবস্থিত জেলা থেকে বিদ্রোহীদের ঠেকানোর জন্য একটি অভিযানের পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয় জলরেজের পরিস্থিতিকে একটি “কৌশলগত পশ্চাদপসরণ” হিসাবে অভিহিত করেছে।

উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি শুরুর আগের দিন রাজধানী কাবুলের কাছে ওয়ারদার প্রদেশের নের্খ জেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান যোদ্ধারা।

 

 

 

এর আগে গত ৫ মে তালেবানরা উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের গুরুত্বপূর্ণ বোরকা জেলাও দখল করে নেয়। এমন এক সময়ে এ ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্র ও তাদের নেতৃত্বাধীন সামরিক জোট নেটো আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে তাদের সব সেনা সরানোর প্রস্তুতি নিচ্ছে।

Hot this week

আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে আইবিএম, আমেরিকা থেকে ভারতে স্থানান্তরের ছায়া

বিশ্ব প্রযুক্তি ক্ষেত্র আবারো বড়সড় অনিশ্চয়তার মুখে। কর্পোরেট কাঠামোতে...

দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি , দিলীপ ঘোষের নিশারায় শিক্ষা মন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপি...

উত্তরপ্রদেশে ওয়াকফ বিল বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে গ্রেপ্তার ৫০, জামিনে চাওয়া হল ২ লাখ টাকা জরিমানা

১৮ এপ্রিল, উত্তরপ্রদেশের বাগপথ জেলার বিলাসপুর গ্রামে স্থানীয় মসজিদের...

Topics

আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে আইবিএম, আমেরিকা থেকে ভারতে স্থানান্তরের ছায়া

বিশ্ব প্রযুক্তি ক্ষেত্র আবারো বড়সড় অনিশ্চয়তার মুখে। কর্পোরেট কাঠামোতে...

দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি , দিলীপ ঘোষের নিশারায় শিক্ষা মন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপি...

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

Related Articles

Popular Categories