কেন্দ্র সরকারের নিন্দা জানিয়ে সরব হলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন

প্রেস বিজ্ঞপ্তি ৩০/০৫/২০২১,কোলকাতা;
কেন্দ্র সরকারের নিন্দা জানিয়ে সরব হলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন।
বর্তমান কেন্দ্রীয় সরকার উদ্দেশ্য প্রনোদিত ভাবে CAA এর পুনরাবৃত্তি করেছে । এটা দুর্ভাগ্য জনক । এটা একটা বিভাজনের রাজনীতি ।
সাম্প্রদায়িক ভাগ বাটোয়ারার বিরুদ্ধে আমরা । দেশের ধর্মনিরপেক্ষতার উপর চরম আঘাত।
সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এই মর্মে যে নির্দেশিকা জারি করেছে তা সুপ্রিম কোর্টকে অমর্যাদা করেছে ।
এই অসাংবিধানিক নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে । আলাপন বাবুর বদলি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয় ।
সংকীর্ণ রাজনীতি পরিচয় দিয়েছে কেন্দ্রীয় সরকার । এরা সংবিধান, আইন কিছু মানামানির প্রয়োজন মনে করে না ।
এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রর পরিকাঠামোকে দূর্বল করবে । এটা নিন্দনীয় ।

Latest articles

Related articles