NBTV-র খবরের জের, ত্রানের মাল চুরিতে অভিযুক্তদের শাস্তির দাবিতে এলাকার জুড়ে চলছে মাইকিং প্রচার

আলিনুর মণ্ডল, বসিরহাটঃ 20 লক্ষ টাকার ত্রান বোঝায় ট্রাক সমেত আটক করেছিল পুলিশ। বুধবার  ও  শনিবার পরপর দুদিন রাতে ত্রানের মাল পাচার হচ্ছিলো। ঘটনাটি ঘটেছিল মাটিয়া থানার অন্তর্গত মালতিপূর রেল স্টেশনের কাছে. পুলিশের দাবি আনুমানিক কুড়ি লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাচার করা হচ্ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বসিরহাট দু’নম্বর ব্লকের  ঘোরারোস ও মালতিপুর এলাকায় গত বছরের আম্পানের সময়ের  ত্রানের মাল এলাকার কয়েকটি গোডাউনে রাখা হয়েছিল বলে খবর ছড়ায়। ত্রানের সামগ্রী পাচার হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা ছিল, তাই তারা  রাত জেগে ওই বাড়ি দুটি উপর নজর রাখে, এরপর পাচারের সময় তাদের হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষ।

সেই খবর প্রকাশ করে এনবিটীভি, তারপরেই এলাকায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ত্রানের মাল পাচার কান্ডে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবী তোলে। এদিন মাইকে করেও পুরো এলাকায় হয় সেই প্রচার।

Latest articles

Related articles