শুধু মুসলিম পরিচয়ের জন্য পুরো পরিবারকে গাড়ি চাপা দিয়ে হত্যা কানাডার লন্ডনে

নিউজ ডেস্ক : শুধু মাত্র মুসলিম পরিচয়ের জন্য কানাডার টরন্টোর নিকটস্থ শহর লন্ডনে এক পরিবারকে গাড়ি চাপা দিয়ে হত্যা করল এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। রবিবার নাথানিয়েল ভেলটমেন নামক ২০ বছর বয়সী ওই সন্ত্রাসী একটা পরিবারের ওপর থেকে গাড়ি চালিয়ে দেন। ঘটনায় হতবাক গোটা বিশ্ব। ২০১৭ সালে কুইবেক শহরে এক মসজিদে এক সন্ত্রাসী হামলায় ৬ জনের মৃত্যুর পর থেকে কানাডায় এটাই বৃহত্তম সন্ত্রাসী হামলা। ইতিমধ্যেই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার প্রতিজ্ঞা করেছেন।

 

 

কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে বাস করতো পাকিস্তানি বংশদ্ভুত কানাডীয় এই মুসলিম পরিবার। ৭ জুন সন্ধ্যায় রাস্তা পার হতে অপেক্ষার সময় এই পরিবারের ওপর ইচ্ছাকৃতভাবেই গাড়িচাপা দেয় এক চালক। হামলায় পরিবারের ৫ জন সদস্যের মধ্যে চার সদস্যই নিহত হয়েছেন। শুধু নয় বছর বয়সী বালকটি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই হামলাকে ‘ইসলামবিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে চিহ্নিত করেছে এবং হামলাকারীকে গ্রেফতার করেছে। গোয়েন্দা সুপারিনটেনডেন্ট পল ওয়েট জানিয়েছেন, আমরা মনে করি শুধুমাত্র মুসলিম পরিচয়ের জন্যই এই হত্যাকাণ্ড। প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, আমরা পরিবারটির পাশে আছি। আর এই ঘটনায় যে সব মুসলিম পরিবার আতঙ্কিত হয়েছে আমরা তাদের পাশে আছি। মুসলিম বিদ্বেষ কোনোদিন আমাদের সমাজে কোনো স্থান পাবে না। ঘটনায় উদ্বেগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Latest articles

Related articles