নিউজ ডেস্ক : সব জায়গায় নিজেদের হিন্দুত্ববাদী ভাবাবেগকে পুঁজি করে এগিয়ে যাচ্ছে হিন্দুত্ববাদীরা। তাদের রোষ থেকে রেহাই পাচ্ছে না কেউই। এবার তাদের রোষের মুখে করিনা কাপুর। কারণ, তিনি বড়ো পর্দায় রামায়ণ ছবিতে সীতার চরিত্রে অভিনয়ের জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন। সেই কারণেই তার বিরুদ্ধে টুইটারে বয়কটের ডাক দিয়েছে হিন্দুত্ববাদীরা।
সিনেমায় মুখ্য ভূমিকায় অর্থাৎ ‘সীতা’র চরিত্রে করিনা কাপুর খানকে অভিনয়ের প্রস্তাব দেন প্রযোজক। কিন্তু সেই চরিত্রে অভিনয়ের জন্য ১১ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন করিনা বলে শোনা যাচ্ছে। সংবাদমাধ্যমের হাত ধরে এই খবর ফাঁস হতে করিনার উপর বেজায় চটে যান হিন্দুত্ববাদীরা। সম্প্রতি এই খবরটি টুইটারেও ভাইরাল হয়। তার পর থেকেই শুরু #বয়কটকরিনাখান ট্রেন্ড। তাদের মধ্যে কারও কারও মতে, এমন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য এই পরিমাণ পারিশ্রমিক চাওয়া অযৌক্তিক। সীতার চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক চেয়ে আদতে হিন্দু ভাবাবেগে আঘাত করতে চেয়েছেন করিনা। টুইটারে একজন লিখেছেন, ‘যিনি ভারতীয় সংস্কৃতিকে সম্মান করেন না, তাঁকে সীতার চরিত্রে অভিনয়ের জন্য একেবারেই অযোগ্য’।
আবার একজন এও লিখেছেন, ‘হিন্দু ধর্মের প্রতি যাঁর বিশ্বাস নেই, যিনি হিন্দুদের দেবদেবীকে ছোট করে দেখেন, তাঁকে সীতার চরিত্রে কোনও ভারতীয় মেনে নেবেন না।’ এখানেই থেমে থাকেনি নেটিজেনরা। টেনে এনেছেন সইফ আলি খান অভিনীত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের প্রসঙ্গ। সেই সিরিজ নিয়ে বির্তক ঝড় তুলেছিল গোটা দেশ। কেউ কেউ টুইটারে এমন মন্তব্যও করেছেন, সইফকে বিয়ে করার পর থেকেই করিনা হিন্দুদের বিশ্বাসে আঘাত হানছেন। তাঁদের দুজনের সিনেমাই ভারতীয়দের দেখা বন্ধ করা উচিত বলে দাবি হিন্দু উগ্রবাদীদের। উল্লেখ্য, এর আগে করিনা এবং সাইফ আলী খান তাদের সন্তানের নাম মুসলিম সম্রাট তৈমুরের নামে রাখলে তখনও তাদের বিরুদ্ধে ঘৃণা প্রচার করে এরা। তবে পুরো বিষয়টিতে করিনা কাপুর এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি।