ভারতের কোভ্যাক্সীন মার্কিন নাগরিকদের ওপর ব্যবহারের অনুমতি দিল না আমেরিকা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210613_213405

নিউজ ডেস্ক : হায়দ্রাবাদ কেন্দ্রিক ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর যৌথ উদ্যোগে উৎপাদিত ভ্যাকসিন কভ্যাক্সীনের জরুরিকালীন পরিস্থিতিতে ব্যবহারের অনুমতি দিল না আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(FDA)। সংস্থাটির তরফ থেকে এই ভ্যাকসিনের ব্যাপারে আরো তথ্য সরবরাহ করতে বলা হয়েছে জানিয়েছে আমেরিকা এবং কানাডায় এই ভ্যাকসিন বাণিজ্যিকীকরণের স্বত্বাধিকারী সংস্থা ওকুজেনকে।

 

FDA অকুজেনকে তাদের জমা দেওয়া EUA এর পরিবর্তে বায়োলজিকস লাইসেন্স অ্যাপ্লিকেশন বা BLA জমা দিতে বলেছে। এক্ষেত্রে ভ্যাকসিনটির অনুমতি পাওয়ার বিষয়টি আরো দীর্ঘায়িত হবে বলে জানিয়েছে অকুজেন। কারণ এক্ষেত্রে, ভ্যাকসিনের ট্রায়ালের অতিরিক্ত ডাটা সরবরাহ করতে হবে।

 

অকুজেনের চিফ মেডিক্যাল অফিসার ব্রুস ফরেস্ট জানিয়েছেন, এই ভ্যাকসিন করোনা ভাইরাসের বিভিন্ন স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী। এটি এখনো পর্যন্ত ১৩ টি দেশের সরকার ব্যবহারের অনুমতি দিয়েছে। ভারত সহ দেশগুলোতে এই পর্যন্ত ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। ভারতের এই ভ্যাকসিন করোনা ব্রিটেনে ধরা পড়া স্ট্রেন, ব্রাজিলে ধরা পড়া স্ট্রেন, ভারতে ধরা পড়া স্ট্রেন এবং দক্ষিণ আফ্রিকার স্ট্রেনের বিরুদ্ধে ও কার্যকরী। ভারতে এখনও পর্যন্ত ৬৭ লাখের বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হলেও কোনো উদ্বেগজনক পার্শ্ব প্রতিক্রিয়া সামনে আসেনি।

 

ইতিমধ্যে অকুযেন কানাডায় ভ্যাকসিনটি বাজারজাত করার জন্য হেলথ কানাডার সঙ্গে আলোচনা শুরু করেছে। আরো ৬০ টি দেশের সঙ্গে আলোচনা চলছে ভ্যাকসিনের অনুমোদনের জন্য।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর