বাদশা সেখ, এনবিটিভি, হুগলী: বিশিষ্ট আলেম উলামাগন ও সম্মানিত সমাজসেবী দের উপস্থিতে দোয়ার মাধ্যমে শুভ ভিত্তিস্থাপন হয়। উল্লেখ্য গত ৭ ই এপ্রিল গ্রামবাসী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। সোমবার থেকে সম্পুর্ন রুপে নতুন মসজিদ তৈরির কাজ শুরু হল।
উপস্থিত ছিলেন, মসজিদের সভাপতি তথা আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মঞ্জুর আলম সাহেব, উক্ত মসজিদে সম্পাদক মাওলানা সেখ লিয়াকত হোসেন সাহেব, প্রধান অতিথি পান্ডুয়া নুরুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস পীর আল্লামা মুফতি আব্দুলা সাহেব, আলিয়া ইউনিভার্সিটির অধ্যাপক আবদুস সবুর, মাওঃ নুরুদ্দিন, মুফতি ইউসুফ সাহেব, কারী আরিফ উদ্দিন সাহেব, মুফতি ইউসুফ সাহেব, হাজি মকবুল সাহেব। আজিজুর হসেন।