বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরের সন্ধান পাওয়া গিয়েছে আফ্রিকায়। আফ্রিকার বতসোয়ানায় এই বৃহত্তম হীরের সন্ধান পাওয়া। আফ্রিকার খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান দেবসোয়ানা বৃহত্তম হিরে পাওয়ার এই তথ্যটি নিশ্চিত করেছে।
এ বিষয়ে দেবসোয়ানা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের খনি থেকে প্রায় ১০৯৮ ক্যারেটের একটি হীরে উত্তোলন করা হয়েছে, যেটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরে। তবে গত ১ জুন ওই হীরের সন্ধান পাওয়া গেলেও বুধবার সেটিকে সবার প্রকাশ্যে আনা হয়।
বৃহত্তম এই হীরার প্রসঙ্গে দেবসোয়ানার পরিচালক লিনিত্তে আর্মস্ট্রং বলেন, “এখন পর্যন্ত বিশ্বে সন্ধান পাওয়া হীরে গুলোর মধ্যে এটিকে তৃতীয় বৃহত্তম হিসেবে বিবেচনা করা হবে। এই হীরেটি দুর্লভ ও অসাধারণ। লড়াই করে যাওয়া বতসোয়ানা জাতির জন্য এই হীরেটি বড় পরিবর্তন আনবে।” একইসঙ্গে বতসোয়ানায় পাওয়া এই হীরেটি তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
যদিও এখনও পর্যন্ত এই হীরেটির কোনও নাম দেওয়া হয়নি। তবে জানা গিয়েছেন, এটি লম্বায় ৭৩ মিলিমিটার এবং প্রস্থে ৫২ মিলিমিটার। এই হীরেটি ২৭ মিলিমিটার পুরু। হীরের মানের ওপর ভিত্তি করে দেবসোয়ানার ইতিহাসে প্রতিষ্ঠানটির কোনও খনি থেকে সন্ধান পাওয়া সবচেয়ে বড় হীরা এটি।
উল্লেখ্য, এর আগে সবচেয়ে বড় হীরের সন্ধান মেলে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায়। একটি খনি থেকে ‘কুল্লিনান’ নামে বিশ্বের সবচেয়ে বড় হীরে উত্তোলন করা হয়। ওই হীরেটি ছিল তিন হাজার ১০৬ ক্যারেটের। এরপর দ্বিতীয় বৃহত্তম হীরের সন্ধান পাওয়া যায় ২০১৫ সালে বতসোয়ানার উত্তর-পূর্বাঞ্চলীয় কারোয়ে থেকে। সেসময় এক হাজার ১০৯ ক্যারেটের একটি বড় হীরের সন্ধান মেলে।