শত অনুরোধেও ঠিক হয় না রাস্তা, অবশেষে নিজেরাই উদ্যোগ নিলেন রাস্তা সারাইয়ের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

ছবি প্রতীকি। নিজস্ব ছবি।
ছবি প্রতীকি। নিজস্ব ছবি।

আব্দুস সামাদ, জঙ্গিপুরঃ প্রশাসনের দুয়ারে ঘুরে নাকাল গ্রামবাসী। ফলে, তাদের উপর আর ভরসা রাখতে রাখতে পারছেন না বাসিন্দারা। অবশেষে রাস্তা সারাইয়ে জন্য নিজেরাই উদ্যোগী হলেন। রীতিমতো পোস্টার ও ব্যানার নিয়ে নেমে পড়লেন অর্থ সংগ্রহে। রাস্তা নিজেদের উদ্যোগেই সংস্কার করবেন তারা। এলাকার সর্বত্র ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করছেন। ক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছেন আর তারা কোথাও ঘুরোঘুরী করবেন না। কেননা প্রতি বছর শত অনুরোধ করেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি বলে তাদের দাবি। তাই একপ্রকার বাধ্য হয়েই তারা নিজের এলাকার রাস্তা নিজেরাই উদ্যোগ নিয়ে সারিয়ে তুলবেন। এবিষয়ে, জামুয়ার গ্রাম পঞ্চায়েত সমিতির এক সদস্য পলি মন্ডলের স্বামী সুনীল মন্ডল বলেন, আমরা একাধিক বার এ বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু, রাস্তাটি সেচ ও জেলা পরিষদের দপ্তরের অধিনে হওয়ায়, উভয়ই নিজেদের দায়িত্ব ছেড়ে ফেলার ফলে রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থা রয়েছে। এবিষয়ে রঘুনাথগঞ্জ ১ ব্লকের বিডিও আবু তৈয়ব বলেন, বিষয়টি পুরোপুরি সেচ দপ্তরের অধিনে। যদিও বিষয়টি আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে জামুয়ার গ্রাম পঞ্চায়েতের রমনা থেকে ঘোষপুকুর হয়ে জামুয়ার যাওয়ার প্রায় চার কিলোমিটার রাস্তার বেহাল দশা। প্রায় তিন কিলোমিটার রাস্তায় ছোটো বড়ো গর্ত হয়ে গিয়েছে। কোথাও হাঁটু পর্যন্ত জল ও কাঁদা। এই পথ দিয়ে চলাচল করা একরকম দায় হয়ে পড়েছে। ফলে, এলাকার কয়েক হাজার লোক পড়েছেন চরম সমস্যায়। ফলে, বাধ্য হয়ে কয়েকদিন আগে গ্রামের শিক্ষক, পড়ুয়া ও লোকজন নিজেরাই অর্থ সংগ্রহ করে রাস্তা সারাইয়ে নেমে পড়েন। জমা জল বের করে লালমাটি দিয়ে তারা চলাচলের উপযোগী করে তোলেন। কিন্তু, বর্ষার আগেই রাস্তা না সারালে এপথে চলাচল করা মুস্কিল হবে। স্থানীয় বাসিন্দা অরুণ মণ্ডল বলেন, পাশাপাশি পাঁচটি গ্রামের মধ্যে ঘোষপুকুর গ্রামটি মধ্যবর্তী এলাকায় হওয়া এই রাস্তা দিয়েই আমাদের চলাচল করতে সুবিধা হয়। তাছাড়া, স্যান্ডা ও সন্নাসী ডাঙা দিয়ে যাতায়াত করতে আমাদের কয়েক কিলোমিটার বেশি ঘুরতে হয়। তাছাড়া নাইত, সন্যাসীডাঙা ও বাইন্ধার রাস্তা অত্যন্ত রাখাপ। ফলে ওই পথে দিয়ে চলাচল করা বিপদজনক হয়। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা চাঁদা সংগ্রহ করে রাস্তা সারাই করছি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর