একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা। আগামী ২৪ জুন বৃহস্পতিবার পৃথিবীবাসী সাক্ষী থাকবে বছরের শেষ সুপারমুনের। চাঁদ স্ট্রবেরির মতো লাল বর্ণ ধারণ করবে বলে একে স্ট্রবেরি মুনও বলা হয়।
পৃথিবীর ছায়ায় যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়ে, তখন হয় চন্দ্রগ্রহণ। এই সময় সূর্যের সাত রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছে যায়। তাই পূর্ণ গ্রহণের সময় চাঁদ লাল রঙের লাগে। তবে এদিন গ্রহণ না থাকলেও লালচে চাঁদ দেখা যাবে।
আগামী ২৪ জুন রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। চলবে রাত ২টো ৩৫ মিনিট পর্যন্ত। ভারত থেকে স্ট্রবেরি মুন দেখতে পাওয়ার সম্ভাবনা কম। কারণ আমাদের দেশে সেদিন চন্দ্রোদয় হবে রাত ১১.৩০ নাগাদ। যতক্ষণে চাঁদ মধ্য গগনে উঠবে, ততক্ষণে এই দৃশ্য শেষ হয়ে যাবে।