নিউজ ডেস্ক : কাশ্মীরের বারামুলা জেলায় বজ্রাঘাতে মৃত্যু হল এক সেনা জওয়ানের। মন্দীপ সিং নেগী উত্তর কাশ্মীরের বারমুলা জেলায় লাইন অফ কন্ট্রোলের গুলমার্গ সেক্টরের গণেশ পোস্ট এবং হিম্মত পোস্টের মধ্যবর্তী অঞ্চলে মোতায়ন থাকা অবস্থায় মৃত্যু মৃত্যু বরণ করেন গতকালের রাতের বজ্রাঘাতে।
ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের সাকনোলি গ্রামের বাসিন্দা, ভারতীয় সেনার রাইফেলম্যান মন্দীপ সিং নেগীর মৃত্যু হয়েছে হিম্মত পোস্টে বজ্রপাতের ফলে।
তার মৃতদেহ তন্মার্গ সাব ডিভিশনাল হাসপাতালে পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। সেখান থেকে শ্রীনগরে সেনা হেডকোয়ার্টারে পাঠানো হবে। পরে তার দেহ পরিবারের যাচ্ছে হস্তান্তর করা হবে। তার এই অকস্মাৎ মৃত্যুর খবরে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।