এনবিটিভি ডেস্ক: কয়েকদিন আগে দেশে করোনার দৈনিক সংক্রমণ নেমেছিল ৫০ হাজারের নিচে। করোনার তৃতীয় ঢেউ, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের চোখ রাঙানির মধ্যেও যা সাময়িক স্বস্তি দিয়েছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। তবে নিম্নমুখী সক্রিয় আক্রান্ত।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ হাজার ৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ০২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১২৫৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৯৫ হাজার ৭৫১ জন।
তবে মানুষ নতুন করে গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩ জন। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।
টিকাকরণে গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ইতিমধ্যেই শোনা গিয়েছে, শীঘ্রই ভারতীয় বাজারে আসবে জনজন অ্যান্ড জনসনের টিকা। পাশাপাশি করোনার তৃতীয় ঢেউকে রুখে দিতে ১৮ বছরের কম বয়সিদেরও যাতে ভ্যাকসিন দেওয়া যায়, তার জন্য জোরকদমে চলছে ট্রায়াল। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন সাড়ে ৩২ কোটি ১৭ লক্ষের বেশি মানুষ। তবে টিকাকরণের কারণে রোগী চিহ্নিত করতে যেন টেস্টিংয়ের পরিমাণ না কমে, তা ICMR-কে নিশ্চিত করতে বলা হয়েছে। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৭৭ হাজার ৩০৯টি নমুনা পরীক্ষা হয়েছে। টিকাকরণের হার বাড়ালের প্রধানমন্ত্রীর দাবি, এখনও অবধি ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এখনও ১০০ কোটি মানুষের টিকাককরণ কবে শেষ হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।