ইউরো কাপে ফের করোনার থাবা, স্পেনের বিরুদ্ধে খেলতে পারবেন না ক্রোয়েশিয়ার ইভান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-06-27 at 2.42.41 PM

করোনার ফের থাবা ইউরো কাপে। এবার করোনা আক্রান্ত ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ। আগামী ১০ দিন কোয়ারেন্টিনে থাকবেন তিনি। স্পেনের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না দলের অন্যতম সেরা তারকা। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি গোলও করেছিলেন তিনি। তবে শেষ ষোলোর লড়াইয়ে আর দেখা যাবেনা এই মিডফিল্ডারকে।

ক্রোয়েশিয়ার ফুটবল অ্যাশোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, “শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো করোনা পরীক্ষার ফল আসে। সেখানে পেরিসিচের ফল পজিটিভ পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। চিকিৎসকরা সব রকম ব্যবস্থা করছে। কোনও ভাবেই যাতে দলের বাকিদের মধ্যে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেই দিকেও নজর দেওয়া হয়েছে।”

১০ দিনের জন্য নিভৃতবাসে থাকবেন পেরিসিচ। ফলে স্পেনের বিরুদ্ধে তিনি নেই। পরের পর্বে উঠলে সেই ম্যাচেও তাঁকে না পাওয়ার সম্ভাবনাই প্রকট। ক্রোয়েশিয়ার হয়ে ১০০-র বেশি ম্যাচ খেলে ফেলা এই উইঙ্গারকে না পাওয়ায় বেশ বড় ক্ষতি দলের। তাই মিডফিল্ডারকে ছাড়াই এই কঠিন লড়াইয়ে দল সমস্যায় পড়তে পারে বলে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর