এনবিটিভি ডেস্ক: বহুদিন সিনেমায় দেখা যায়নি শাহরুখকে। সেই কবে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘জিরো’। হাতে ছবি না থাকায় সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্নের মুখেও পড়ছেন শাহরুখ। ঠিক এই সময়েই খবরে এল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে সঙ্গে নিয়েই নাকি রুপোলি পর্দায় ফের আসতে চলেছেন বাদশা খান! এই খবর যেমন বলিউড বাদশাহর ভক্তদের জন্য আনন্দের। তেমনই খুশির খবর নয়নতারার ভক্তদের জন্যও। কারণ, এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক ঘটতে চলেছে এই দক্ষিনী সুন্দরীর।
হ্যাঁ, এরকমই খবর শোনা যাচ্ছে বলিউডের অন্দরে। সব নাকি রেডি। দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন ছবিতেই নাকি দেখা যাবে শাহরুখ ও নয়নতারাকে।
শাহরুখ আপাতত ব্যস্ত রয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দের ‘পাঠান’ ছবির শুটিংয়ে। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন , জন আব্রাহমকে। শোনা গিয়েছে ক্যামিও একটা চরিত্রে দেখা যাবে সলমন খানকেও। এরই মাঝে নতুন এই ছবির কথা রটে গেল বলিপাড়ায়। শোনা গিয়েছে পরিচালক অ্যাটলির এই নতুন ছবি একেবারেই প্রেমের ছবি। আর পরিচালক নাকি চেয়েছিলেন তাঁর বলিউডের প্রথম ছবি শাহরুখকে নিয়ে তৈরি করতে। অ্যাটলির লেখা চিত্রনাট্যও নাকি বেশ পছন্দ হয়েছে শাহরুখের। অন্যদিকে অভিনেত্রী নয়নতারার সঙ্গে এর আগে দুটি ছবি ‘রাজা রানি’ ও ‘বিজলি’তে কাজ করেছেন অ্যাটলি। তবে এই ছবির হাত ধরেই বলিউডে পা দেবেন নয়নতারা।
সম্প্রতি মুক্তি পেয়েছে নয়নতারার ‘মুকুথি আম্মান’ ছবি। ছবিতে তাঁর অভিনয় দারুণভাবে প্রশংসা পেয়েছে। এছাড়াও ‘নেত্রিকান’ নামে এক দক্ষিণী ছবিতে দেখা গিয়েছিল নয়নতারাকে। তবে বলিউডের হাওয়ায় এখবর উড়লেও, এই ছবি নিয়ে আপাতত শাহরুখের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে নয়নতারার তরফ থেকেও কোনও সবুজ সংকেত মেলেনি।
তাই বলাই বাহুল্য, শাহরুখের বিপরীতে নয়নতারার বলিউডে অভিষেক নিঃসন্দেহে আনন্দের খবর নায়িকা ভক্তদের কাছে।