সফিকুল আলম, মালদা, এনবিটিভি: বাজ পড়ে মৃত্যু হয়েছে তিন জনের। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তিন বাসিন্দার মৃত্যু হয়েছে বাজ পড়ে। গুরুতর আহত হয়েছেন একজন।
বজ্রপাতের সময় তাঁরা কেউ মাঠে কাজ করছিলেন। কেউ আবার আম বাগানে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারী দক্ষিণ রামনগর গ্রামের বাসিন্দা মিঠুন কর্মকার(৩৩) ও নারায়নপুর গ্রামের বাসিন্দা সুলতান আহমেদ (২৫) এরা এদিন মাঠে কাজ করছিলেন। বৃষ্টির সময় তারা মাঠেই ছিলেন বলে খবর। তখন বাজ পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিঠুন কর্মকাররের। অপরদিকে সুলতান আহমেদকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা মৃত্যু বলে ঘোষণা করেন।
এছাড়াও এদিন একই সময়ে বাজ পড়ে মৃত্যু হয় বাইশা গ্রামের বাসিন্দা পিনু ওঁরাও (৫৮) এর। জানা গেছে বৃষ্টির সময় আম বাগানে ছিলেন ওই বৃদ্ধা। বাজ পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়
বাজের আঘাতে গুরুতর আহত হয়েছেন রামনগর গ্রামের কৃষ্ণ সাহা(২৩)। স্থানীয়রাও আহত অবস্থায় তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা আশঙ্কাজনক অবস্থা দেখে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন বলে খবর।